
লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে শত শত কোটি টাকা প্রতারণার অভিযোগে মানবপাচার ও প্রতারণা চক্রের মূল হোতা জোসনা খাতুনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার বিকালে ঢাকার কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, জোসনা খাতুন শুধু ইতালিতে লোক পাঠানোর নামে জাল ভিসা ধরিয়ে দেওয়াই নয়, বরং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এর আগে এই চক্রের আরেক সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি প্রথমে লোভনীয় বেতনের চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকা চুক্তি করত এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অর্থ নিত। এরপর তারা ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিত বা পাসপোর্ট আটকে রেখে হয়রানি করত।
সিআইডি আরও জানায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই চক্রের নেটওয়ার্ক রয়েছে। তারা প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোসনা খাতুন তার প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত জোসনা খাতুনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।