
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এমন প্রচেষ্টা চলছে যাতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া যায়। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “একাত্তর আমাকে স্বাধীন দেশ দিয়েছে, স্বাধীন সত্তা দিয়েছে। আমাদের সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। যেমন ২৪ জুলাই-আগস্টের শহীদরা আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ দিয়েছিলেন, তেমনি মুক্তিযুদ্ধও আমাদের অস্তিত্ব দিয়েছে।”
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ জনগণকে নাগরিক নয়, বরং প্রজা হিসেবে বিবেচনা করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তিনি দাবি করেন, প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
ফখরুল আরও বলেন, “আমি সম্প্রতি ব্যাংকক গিয়ে দেখেছি, সেখানে অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিচ্ছেন আওয়ামী লীগের বিতাড়িত নেতারা, কিনছেন কোটি কোটি টাকার গাড়ি। এগুলো সবই দেশের লুট করা সম্পদ।”
তিনি জানান, বিএনপির লক্ষ্য একটি অসাম্প্রদায়িক ও সমান অধিকারের ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠা। আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা বক্তব্য দেন।