
রাজধানীর মতিঝিল এলাকায় র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতির চেষ্টা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশি অভিযানে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের দিলকুশা এলাকা থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ থেকে র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, অভিযুক্তরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময় নগরবাসীর কাছ থেকে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিল। তারা দিলকুশা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির জন্য অবস্থান করছিল বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটির বাকি সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আইনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি কিংবা অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।