
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে সড়ক অবরোধের জেরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন সকাল থেকে অবরোধের সমর্থনে অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা এবং গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে সাজেকে থাকা প্রায় দুই হাজার পর্যটকসহ ঢাকাগামী নৈশকোচের অনেক গাড়িও বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
তবে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবীর উদ্দিন নিশ্চিত করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।