
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি গতকাল চীনের এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. সাখাওয়াত হোসেন মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মোংলা বন্দরের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত। প্রকল্পের অধীনে দুটি নতুন টার্মিনাল জেটি নির্মাণ করা হবে, যা বন্দরের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ সালে অনুমোদিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) সক্ষমতা বৃদ্ধির জন্য চায়না জিটুজি ও সংস্থার নিজস্ব অর্থায়নে ‘দুটি ক্রুড ওয়েল ট্যাংকার এবং দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ’ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, বিএসসি-এর জন্য আরও দু’টি জাহাজ ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে এবং শীঘ্রই আরও তিনটি জাহাজের ক্রয় প্রক্রিয়া শুরু হবে।
চীনের এক্সিম ব্যাংকের পক্ষ থেকে মোংলা বন্দরের লোন এগ্রিমেন্টের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। চলতি বছরের মধ্যে ঋণ চুক্তি সম্পাদনের জন্য চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (CIDCA) সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, বিএসসি জাহাজ ক্রয়ের লোন এগ্রিমেন্ট বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি চলতি অর্থ বছরের প্রকিউরমেন্ট প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে।
ইয়াং ডংনিং বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে এবং যে কোনো প্রকল্প বাস্তবায়নে সরকার দক্ষতার পরিচয় দেয়। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের বন্দর ও শিপিং খাতের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।