মহেশখালীতে ওসিকে হুমকির ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত

মহেশখালীতে ওসিকে হুমকির ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় নেতা আকতার হোসেনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আকতার হোসেন মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত বুধবার এক স্মরণসভায় তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে হুমকি দেন এবং তার দোকান বন্ধ না করলে এলাকাজুড়ে তাকে বিতাড়িত করার কথা বলেন। সেই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আকতার হোসেন সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেন্দ্র তার সব পদ স্থগিত করেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি মনজুরুল হক প্রথম আলোকে জানিয়েছেন, এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *