মাদক ও অপরাধ নির্মূলে মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৬ অপরাধী

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ, দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা। পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:

আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবন (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজ উদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব, আমেন (৩২) ও তাহমিনা (২৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

তথ্যসূত্র: Dhaka Metropolitan Police – DMP 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *