রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মো. খোরশেদ (৪৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গত রোববার (২৫ মে ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন মিরপুরগামী রোডে অবস্থিত অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর অভিযান পরিচালনা করে খোরশেদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০৫ গ্রাম হেরোইন, যা আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের।
অভিযানের সময় খোরশেদের সঙ্গে থাকা মাদক কারবারি মো. আদিল ও ফাইজারসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
গ্রেফতারকৃত খোরশেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করত।
ঘটনার পর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। খোরশেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।