মিথ্যা হলফনামায় প্লট দখলের ঘটনায় সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মিথ্যা হলফনামায় প্লট দখলের ঘটনায় সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, বিচার বিভাগের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় খায়রুল হক তার ক্ষমতার অপব্যবহার করেন। রাজধানীর ধানমন্ডির নায়েম রোডে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের ০০৪ নম্বর প্লট নিজের নামে বরাদ্দ নেন, যেখানে মিথ্যা তথ্যসংবলিত হলফনামা জমা দেন তিনি।

এ ঘটনায় খায়রুল হকের পাশাপাশি রাজউকের একাধিক শীর্ষ কর্মকর্তারও জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

মামলার আসামিরা হলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

দুদক জানায়, এসব ব্যক্তি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় একে অপরের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার করে অবৈধভাবে লাভবান হয়েছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলার প্রস্তুতি চলছে।

কমিশন সূত্র জানায়, এ ঘটনায় শিগগিরই মামলা দায়ের করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *