
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার প্রতিফলন। দেশের সাধারণ মানুষের জীবন আজ ভয়ংকর অনিরাপদ হয়ে পড়েছে।”
তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে সন্ত্রাস, সহিংসতা ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে কেউ থাকতে পারে না।”
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ
বিএনপি মহাসচিব আরও বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মুখে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পর এই নির্মম হত্যাকাণ্ড দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। যদি এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীরে প্রোথিত হবে এবং সমাজের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে।”
স্বচ্ছ তদন্ত ও কঠোর শাস্তির দাবি
মির্জা ফখরুল ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্তে ব্যর্থতা মানে হবে অপরাধীদের উৎসাহ দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে।”
শোক ও সমবেদনা
মোহাম্মদ সোহাগের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ফখরুল বলেন, “আমরা শোকাহত পরিবারের পাশে আছি। এই নির্মম ঘটনার বিচারই হতে পারে নিহতের প্রতি প্রকৃত সম্মান।”