হেফাজতের কঠোর বক্তব্য: চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে

হেফাজতের কঠোর বক্তব্য: চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গভীর নিন্দা জানিয়েছে। আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজির সংস্কৃতি রুখতে এখনই প্রতিবাদ জরুরি।

বিবৃতিতে তারা বিএনপিকে তাদের অঙ্গসংগঠনগুলোর চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ বাহিনীকে মৌলিক সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের তাগিদ দেয়।

তারা বলেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সূচনা করেছে, যেখানে দুর্বৃত্তায়নের কোনো জায়গা নেই। তারা নতুন প্রজন্ম ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান, যেন এই সহিংস রাজনীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে।

ঘটনার পর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল হত্যায় জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করেছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *