
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বোরহান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বোরহান উদ্দিন বার্ধক্যজনিত কারণে গতরাতে ৮৪ বছর বয়সে মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বোরহান উদ্দিনের মৃত্যুতে তার পরিবার ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী বোরহান উদ্দিন জনপ্রতিনিধি হিসেবে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পৃথক শোকবার্তায় বোরহান উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমকে জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।