সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এই আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে মিনারুলকে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়নের দাবি, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হামলা চালায় এবং আইভী ও অন্য নেতৃবৃন্দ জড়িত ছিলেন।

তবে আইভীর আইনজীবী আওয়ালাদ হোসেন বলেন, মেডিকেল রিপোর্টে মিনারুলের মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ১২ জনের কেউই আইভীর নাম বলেননি। তার দাবি, “এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং আদালত আমাদের বক্তব্য শোনার সুযোগ দেননি।”

রাষ্ট্রপক্ষের মতে, এই রিমান্ডের মাধ্যমে হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *