মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মুসল্লিরা ইতোমধ্যে মক্কার বিভিন্ন স্থান থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং লক্ষাধিক হাজী মিনায় পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম।

ধর্মীয় রীতি অনুসারে ৭ জিলহজ সন্ধ্যার পর মুসল্লিরা ইহরাম বেঁধে মিনায় গমন করেন, যেখানে তারা রাত যাপন করবেন। মিনার প্রান্তরে ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছে, যা হজের আবহকে আরও গম্ভীর ও ধর্মীয়ভাবে পূর্ণতা দিয়েছে।

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪ লাখের বেশি হজযাত্রী মিনায় অবস্থান নিয়েছেন। বুধবার (৫ জুন) তারা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। সেদিনই হজের গুরুত্বপূর্ণ খুতবা অনুষ্ঠিত হবে।

আরাফাতে অবস্থানকে হজের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে দিনভর ইবাদত, মোনাজাত ও খুতবা শ্রবণের মাধ্যমে হজের সর্বোচ্চ আধ্যাত্মিক অংশটি সম্পন্ন হয়।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে সৌদি আরবে এসেছেন। তাদের সুরক্ষা ও ব্যবস্থাপনায় সৌদি সরকার নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সুচিন্তিত পরিকল্পনা।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবারের আরাফাতের ময়দানে হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ শেখ সালেহ বিন হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় আদেশে তাঁকে এ দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতা প্রতিবছর ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত চলে। এ সময় মুসল্লিরা মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *