
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমাকে মেরে বা হত্যা করে ফেললেও কোনো জিডি করব না
তিনি আরও জানান, “আমি যা বলেছি তা যদি কেউ অসম্মানজনক বা আঘাতমূলক মনে করেন, তারা রাজনৈতিকভাবে জবাব দেবেন। এজন্য কাউকে হত্যা করার কোনো যুক্তি নেই। আমার বাসার সামনে যে ঘটনা ঘটেছে, তা কোনো কারণ হতে পারে না।”
ফজলুর রহমানকে জুলাই মাসের গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ হয়, যার জন্য সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নেন।
তিনি জানান, “আমি জানি তারা এখনও সেখানে আছেন। আমি ফোন করলে ১০ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে গিয়েছিল। তাদের কোনো দোষ দিচ্ছি না, তারা দায়িত্ব পালন করছে।” তবে তিনি বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান।
ফজলুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমার জীবন ঝুঁকির মধ্যে আছে। মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু অপমৃত্যু লজ্জাজনক। আমার পরিবারকে নিয়ে আমি বেশি চিন্তিত।”
তিনি আরও বলেন, “যদি কেউ মনে করে আমার বক্তব্যে অপরাধ হয়েছে, তারা মামলা করুক, আদালতে বিচার হোক, কারাগারে পাঠাক। আমি এ বিষয়ে কোনো জিডি করব না।”
সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।