
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূকম্পন আঘাত হানে। প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
- মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের কম্পনের মাত্রা ৫.৭ বলে জানিয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের কাছাকাছি ভারতের আসামের উদালগুড়ি এলাকা।
- ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর তথ্যমতে, কম্পনের মাত্রা ছিল ৪। তাদের হিসাবে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে, ভারতের আগরতলা থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা থেকে ৬৮ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৪।