চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলল ১৮৭৬টি ব্রিটিশ আমলের কয়েন

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে মিলল ১৮৭৬টি ব্রিটিশ আমলের কয়েন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শত বছরের পুরোনো রূপা সদৃশ ধাতব মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকালে এই মুদ্রাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন মুদ্রাগুলো তাদের হেফাজতে নিয়েছে এবং সেগুলোর পরীক্ষা শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি একটি মাটির হাঁড়ির মতো পাত্র খুঁজে পান। এর ভেতর থেকে বিপুল পরিমাণ পুরোনো মুদ্রা বেরিয়ে আসে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে।

শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মুদ্রাগুলো তিনি স্থানীয় দুজন স্বর্ণকারকে দেখান। তারা মুদ্রাগুলো রুপার হতে পারে বলে ধারণা দিয়েছেন। মোট ১ হাজার ৮৭৬টি মুদ্রা পাওয়া গেছে, যার প্রতিটিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা আছে। মুদ্রাগুলো ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে তৈরি বলে মনে করা হচ্ছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো খুবই মূল্যবান এবং প্রাচীন ঐতিহ্যের অংশ। এগুলো পরীক্ষার জন্য স্থানীয় সোনার দোকানে পাঠানো হয়েছে। ইউএনও জানান, পরবর্তী সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন—এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে, নাকি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *