
মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি বাংলাদেশ সফরে এসে দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সফরের প্রথম দিনে তিনি নৌ, সেনা ও বিমান বাহিনী সদর দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ
রোববার (১৪ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সেনাপ্রধানের প্রশংসা
সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

গার্ড অব অনার ও অন্যান্য কার্যক্রম
নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান-এর সঙ্গে সাক্ষাতের আগে মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে দুই দেশের পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এর আগে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের এই সফরে প্রতিনিধি দলটি দেশের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।