
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার ইসলামী ছাত্র সংগঠন পারসাতুয়ান কেবাংসান পেলাজার ইসলাম মালয়েশিয়া (পিকেপিআইএম)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরকে শুভেচ্ছা জানায়, যারা এবারের নির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছে।
পিকেপিআইএম তাদের বিবৃতিতে এই ফলাফলকে শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। তারা মনে করে, এই বিজয় বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনবে। সংগঠনটি জানায়, আট মাস আগে ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্মেলনে তারা নতুন নেতৃত্বের অঙ্গীকার প্রত্যক্ষ করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের মতবিনিময় হয়েছে, যা তাদের অনুপ্রাণিত করেছে।
সংগঠনটির মতে, ডাকসুর এই বিজয় শুধু বাংলাদেশের নয়, বরং আঞ্চলিক ছাত্র আন্দোলনের জন্যও একটি প্রেরণার উৎস হবে। তারা মনে করে, এটি প্রমাণ করে যে ছাত্র গণতন্ত্র কেবল একটি স্লোগান নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনের ভিত্তি।
পিকেপিআইএম তাদের বিবৃতিতে ডাকসুর নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ দজুল আইমান বিন জুলকেফলি প্রত্যাশা করেন, এই নেতৃত্ব যেন বাংলাদেশ ও বিশ্ব উম্মাহর জন্য আশার আলো হয়ে ওঠে।