
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুর্শিদের সাম্প্রতিক এক বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। ৩ জুলাই উপদেষ্টা শারমিন মুর্শিদ দেশের মাদ্রাসাগুলোতে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ তোলেন, যা নিয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে।
এক বিবৃতিতে মাওলানা ইউনুস আহমদ বলেন, “দেশের একজন দায়িত্বশীল উপদেষ্টা হয়ে জনাবা শারমিন মুর্শিদ এ ধরনের অভিযোগ তোলার আগে তথ্য যাচাই করা উচিত ছিল। মাদ্রাসাগুলোতে এমন কোনও ব্যাপক শিশুনির্যাতনের প্রমাণ নেই। বরং এ বক্তব্যের মাধ্যমে তিনি মাদ্রাসা ও আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন।”
তিনি আরও বলেন, “মাদ্রাসাগুলো জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত। প্রতিদিনই এখানে স্থানীয় মানুষ নামাজ ও ধর্মীয় কাজে অংশ নেয়। এমন উন্মুক্ত প্রতিষ্ঠানে কিছু গোপন রাখার সুযোগ নেই। মাদ্রাসাগুলো চোখের আড়ালে নয়—বরং সবার জন্য উন্মুক্ত। অথচ উপদেষ্টা মহোদয়া সেই বাস্তবতা উপেক্ষা করেছেন।”
উপদেষ্টার উদ্দেশে আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, “মাদ্রাসা সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নেতিবাচক প্রচারণায় তিনি যেন তাল না মেলান। আমরা আশা করবো, সরকারের উপদেষ্টারা দায়িত্বশীলতা বজায় রাখবেন এবং সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করবেন।”
শেষে তিনি জোর দিয়ে বলেন, “জনাবা শারমিন মুর্শিদকে তাঁর মন্তব্যের জন্য অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”