
গাজীপুরের টঙ্গীতে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তির বাসা থেকে ব্যাংকের চেক বই নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) ও ৩ (ঘ) ধারার আওতায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—পরিদর্শক শাহরিয়ার শারমিন, উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন ও জান্নাতুল ফেরদৌস, সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউল হক এবং কনস্টেবল সোহেল রানা।
এছাড়া একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক মারফিয়া আফরোজের বিরুদ্ধেও তদন্ত চলছে এবং তার ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত ২২ জুন টঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেয় মারফিয়া আফরোজের নেতৃত্বাধীন একটি দল। অভিযানে রমিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে তারা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ খাঁপাড়ার ভাড়া বাসায়। সেখান থেকেই চেক বই নেওয়ার অভিযোগ ওঠে, যা মামলার আলামত তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।
এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হলে মারফিয়ার অফিস কক্ষ সিলগালা করা হয় এবং সেখান থেকে কিছু আলামত জব্দ করা হয়। একইসাথে অভিযানে অংশ নেওয়া কয়েকজনকে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করে নেওয়া হয়।
ডিএনসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, অভিযানের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Avoid latency with optimized casino mirror