
আজ মঙ্গলবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহাব বাড়ি গেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দুইজনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:
- রাকিবুল ইসলাম, পিতা: আবু সিদ্দিক, গ্রাম: ঘোষগাঁও, থানা: ধোবাউড়া, ময়মনসিংহ।
- পলাশ মিয়া, পিতা: মহির উদ্দিন, গ্রাম: জনপট্টি, থানা: ধোবাউড়া, ময়মনসিংহ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম অভিযানে অংশ নেয় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।