মাধবপুরে মোবাইল কোর্ট অভিযান, অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা

মাধবপুরে মোবাইল কোর্ট অভিযান, অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এই অভিযান পরিচালনা করে।

সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী রনি মিয়া নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে, তুলসিপুর এলাকা থেকে দুটি ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়েছে।

এই অভিযান পরিচালনাকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *