মাদারীপুর, ১৫ জুলাই ২০২৫:

মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ক্যাপিটেশন গ্রান্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে পরিচালিত এই অভিযানে ‘হযরত শাহ মাদার (রহ.) দরগাহ শরীফ এতিমখানা’-কে সরেজমিনে পরিদর্শন করা হয় এবং বিগত ছয় বছরের বরাদ্দ ও রেকর্ডপত্র বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়।
১৪৫ শিক্ষার্থীর নামে বরাদ্দ, আত্মসাৎ ১ কোটি ৫১ লাখ টাকা!
২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়ে সমাজসেবা দপ্তর থেকে এতিমখানাটিতে প্রতিমাসে জনপ্রতি ২,০০০ টাকা হারে ১৪৫ জন এতিম শিক্ষার্থীর জন্য প্রায় ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই অর্থের মধ্যে প্রায় ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, উক্ত এতিমখানায় কখনোই ৩০০ জন এতিম শিক্ষার্থী ছিল না। বরং দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি ও সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাদের যোগসাজশে অতিরিক্ত বরাদ্দ উত্তোলন করে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
অনুদান ও শিক্ষার্থীদের অর্থ ব্যক্তিগত বাণিজ্যে ব্যবহারের প্রমাণ
এছাড়াও এতিমখানার এফডিআর, অন্যান্য সরকারি অনুদান এবং এতিম শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহারের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দুদকের দল জানিয়েছে।
দুদক সূত্রে জানানো হয়েছে, অভিযানে প্রাপ্ত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।