১৮ মে ২০২৫, রোববার লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে অনুষ্ঠিত হলো মরহুম ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

বছরব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল। শিরোপা জয় করে ‘হবিগঞ্জ ফাইটারস’, যাদের নেতৃত্বে ছিলেন তোফায়েল। রানার্সআপ হয় ‘গ্রেটার ফরিদপুর’, যার অধিনায়ক ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরপু।