
বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় দেশে প্রত্যাবাসিত হয়েছেন। প্রত্যাবাসিতদের ঢাকায় পৌঁছানোর সময় ২১ আগস্ট সকাল ৬:১৫ মিনিটে বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট (UZ222) অনুযায়ী নির্ধারিত হয়েছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি দল প্রত্যাবাসিতদের গ্রহণ ও বিদায় জানান। তিনি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন, যাতে তারা ভবিষ্যতে বৈধ ও নিরাপদ পথে বিদেশ যাত্রা করেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। এছাড়া দেশে ফিরে মানবপাচারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেন।
তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অভিবাসন ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতির পাশাপাশি দেশের আন্তর্জাতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করে। বৈধ পথে দক্ষতা অর্জন করে প্রবাসীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।