
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে ল্যাবএইড গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার আনসার ও ভিডিপি সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে, আনসার ও ভিডিপি বাহিনীর সকল স্তরের সদস্য এবং তাদের স্ত্রী-সন্তান ও বাবা-মা ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। পরিচয়পত্র বা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দেখিয়ে তারা এই সেবা গ্রহণ করতে পারবেন। চুক্তির আওতায় যেসব সুবিধা রয়েছে:
- প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্ট: ২০% ছাড়।
- সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি: ১০% ছাড়।
- আইপিডি বেড চার্জ: দৈনিক ৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। ল্যাবএইড গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তিটিকে আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।