
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে যে, সাইবার স্পেসে জুয়া খেলা বা এ সংক্রান্ত যেকোনো কার্যক্রমে জড়িত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ষষ্ঠ অধ্যায়ের ২০ ধারা অনুযায়ী, এই অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড অথবা ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।
সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো ধরনের পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করা, পরিচালনা করা অথবা জুয়ায় সরাসরি অংশগ্রহণ করা অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়াও, জুয়া খেলায় সহায়তা করা, উৎসাহ দেওয়া বা এ ধরনের কার্যক্রমের জন্য বিজ্ঞাপন তৈরি ও প্রচার করাও এই আইনের আওতায় আসবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অপরাধের সঙ্গে জড়িত সবার জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে।