
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আওতাধীন এলাকায় রাফি আহমেদ (২৮) নামে এক সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছ
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে ওঠেননি। বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ পড়েছিল।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন যে এটি একটি হত্যাকাণ্ড। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শামিম আকনজি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।