কমলাপুর রেলস্টেশনে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের গোপন অভিযান

কমলাপুর রেলস্টেশনে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের গোপন অভিযান

কমলাপুর রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের দ্বারা যাত্রী হয়রানি, রশিদ ছাড়া অর্থ আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি গোপন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে টিম ছদ্মবেশে স্টেশনে অবস্থান করে আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে।

অভিযানের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে এবং ভিডিও ও স্থিরচিত্র ধারণের মাধ্যমে বিভিন্ন অনিয়মের প্রমাণ সংগ্রহ করা হয়। টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রেলওয়ের কর্মচারীরা অর্থ আদায় করে ট্রেনে ওঠার সুযোগ করে দিচ্ছে—এমন ঘটনাও টিমের নজরে আসে।

এছাড়াও, আনসার সদস্যদের দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ সম্পর্কেও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হয়। অভিযানে সংগৃহীত সকল তথ্য ও প্রমাণ স্টেশন ম্যানেজারকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *