কলকাতায় বসেও বরিশালের ইলিশের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা

কলকাতায় বসেও বরিশালের ইলিশের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা

কলকাতায় অবস্থান করেও বরিশালের ইলিশ মোকামের ব্যবসা পরিচালনা করছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে সরকারের দেওয়া চারটি রপ্তানি লাইসেন্স ব্যবহার করে ইতোমধ্যে প্রায় ২ হাজার কেজি ইলিশ ভারতীয় বাজারে পৌঁছেছে।

বরিশাল মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার নিশ্চিত করেছেন যে, টুটুলের ব্যবসা মোকামের নিয়ম অনুযায়ীই চলছে। ২০১৯ সাল থেকে তিনি ভারতে ইলিশ রপ্তানি করে আসছেন। চলতি বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে তার চারটি লাইসেন্স রয়েছে। সেগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। এর মধ্যে কেবল তানিসা এন্টারপ্রাইজের মাধ্যমেই ১,৩৬০ কেজি ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি করা হয়েছে।

কয়েকজন আড়তদার বলেছেন, “বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন, তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও তাদের সহযোগিতায় চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, “এই মোকাম শুধু আমার একার নয়। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন জড়িত। আমি চাইলেই তো কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল সশরীরে না থাকলেও তার লোকজন ব্যবসা চালাচ্ছে। তাছাড়া, ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, আমি বাধা দেওয়ার কে?”

এ বিষয়ে কথা বলার জন্য নিরব হোসেন টুটুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক যুগান্তরে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *