
রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে পুলিশের পোশাক পরিহিত এক কুখ্যাত চাঁদাবাজ, যার নাম বাবু। সোমবার রাত ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় বাবু নিজের বাসায় পুলিশ ইউনিফর্ম পরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরে তার সহযোগী শাহীন—যিনি কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের জামাতা—তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ৭ জোড়া পুলিশের পোশাক ও একটি নকল রিভলবার উদ্ধার করা হয়।
সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে উপপরিদর্শক ছদ্মবেশে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ট্রাক ও বাস থেকে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা ও একটি সাধারণ ডায়রি রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর অনুরোধ জানানো হয়েছে।