
উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় (ইউসিএ) বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে নোটিশ পাঠিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা এবং অন্যান্য খাতে অস্বাভাবিক খরচের অভিযোগ উঠেছে।
দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ আরও কয়েকজন হাইকোর্টে একটি দুর্নীতির মামলা দায়ের করেন। বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে মামলার শুনানিতে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার আর্থিক হিসাবে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:
- কলা কেনা: ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।
- ইভেন্ট ম্যানেজমেন্ট: ৬ কোটি ৪০ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।
- প্রতিযোগিতা আয়োজন: খরচ হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা, যা গতবারের চেয়ে ৪ কোটি টাকা বেশি।
অভিযোগ করা হয়েছে যে, এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরও ক্রিকেটাররা কোনো সুবিধা পাননি।
মামলাকারীদের দাবি, ক্রিকেটারদের খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকা ইউসিএ-এর কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। ক্রিকেটের উন্নয়নের জন্য যে বাজেট ছিল, তা সঠিকভাবে ব্যবহার করা হয়নি।
উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউসিএ-এর সাবেক সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি আরেকটি মামলায় জানিয়েছেন, প্রিমিয়ার লিগের জন্য কেবল একটি প্রতিষ্ঠানকেই টেন্ডার দেওয়া হয়েছে, যা স্বচ্ছতার অভাবকে ইঙ্গিত করে।
আর্থিক দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী শুক্রবার।