
লন্ডন, ১২ জুন, ২০২৫ —বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকালের ওয়ার্ল্ড-চেঞ্জার হিসেবে স্বীকৃতি পেয়েছেন কিং চার্লস তৃতীয়ের হাতে ‘হারমনি পুরস্কার’ পাওয়ার মাধ্যমে। এই পদক তার “মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সমন্বিত সহাবস্থানের প্রচেষ্টায় এবং প্রান্তিক সম্প্রদায়গুলোর জীবনমান উন্নয়নে বিশেষ অবদানের” স্বীকৃতি হিসেবে তাকে প্রদত্ত হয়েছে।
পুরস্কার অনুষ্ঠানে বাকিংহাম প্যালেসে রয়েল পরিবার ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে কিং চার্লস মহারাজ অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা জানান। অধ্যাপক ইউনূস বলেন, “এটা তাদের জন্য স্বীকৃতি, যারা সদ্য উন্নতি প্রাপ্ত বা পিছিয়ে পড়া প্রান্তিক সম্প্রদায়ে কাজ করে; এভাবে, রাজকীয় সম্মান তাদের প্রতি, যারা বিশ্ব পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ নয়।”
পুরস্কার গ্রহণ করেন অধ্যাপক ইউনূস আরও বলেন, “বাকিংহাম প্যালেসে এই সম্বর্ধনা, আমাদের তরুণদের অনুপ্রাণিত করবে — নিজেদের স্বপ্ন পূরণে এবং বাংলাদেশকে আগামীর একটি দৃষ্টান্ত হিসেবে গঢ়ে তুলতে।”