
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করতে মঙ্গলবার ভোররাতে খুলনায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ।
অভিযানে খুলনার কুখ্যাত সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখ, সদস্য শহিদুল ইসলাম খোকন ও মো. শাকিল, এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাত-কে লবনচরা এলাকা থেকে আটক করা হয়।
তল্লাশিতে ইয়াসিনের বাসা থেকে উদ্ধার করা হয়—
- একটি বিদেশি পিস্তল
- একটি দেশীয় পাইপ গান
- স্টান গান
- ডামি পিস্তল
- গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র
- মাদকদ্রব্য (ইয়াবা)
- অবৈধ মোবাইল ফোন
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
জব্দকৃত অস্ত্র ও মাদকসহ অভিযুক্তদের লবনচরা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান ও টহল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।