
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থানার একটি বিশেষ টিম গত ৪ জুলাই রাতে খুলনার ইসলামপুর রোডের বিলাসী ব্যাচেলার হাউজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে হাতেনাতে আটক করেছে।
অভিযানে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সেখানে গোপনে জুয়া খেলা চলছিল। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জুয়াবিরোধী কার্যক্রমে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।