
খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে জোরপূর্বক ট্রলারে তুলে অপহরণ করা হয় খাদ্য অধিদপ্তরের পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রোববার, ১৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই খুলনা মহানগর ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় দায়ের করা অভিযোগে জানান, বেশ কিছুদিন ধরেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার স্বামীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার দিন তাকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে শারীরিকভাবে নির্যাতন করে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে, খুলনার তেরখাদা থানার আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। সেখানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে—আলমগীর কবির (৪৮), রূপসার আইচগাতি এলাকার বাসিন্দা, এবং মুসা খান (২৮), শিরগাতি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৪ জুলাই দায়েরকৃত মামলা (নং-১৬) অনুযায়ী ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।