
খুলনার দৌলতপুরে শ্বশুর হত্যা মামলায় মেয়ের জামাই মো. শেখ রাশেদ ও তার ভাই মো. শেখ রকিবুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌনে ৪টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
২০২১ সালের ২২ অক্টোবর রাতে আ. রশিদ ঢালীকে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় তিনি মেয়ের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ৯টার দিকে তার মোবাইল থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, মোবাইলটি রাস্তা থেকে পেয়েছেন—পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।