হবিগঞ্জের খোয়াই নদীর পূর্ব ভাদৈ অংশে প্রায় ৪০০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে। এতে করে ওই এলাকার মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কে দিন পার করছেন। আশঙ্কা করা হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পেলে প্লাবিত হতে পারে আশপাশের হাওড় ও নিম্নাঞ্চল।
দেশের ছয়টি জেলায় বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে হবিগঞ্জ অন্যতম। আগামী তিন দিনের মধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নদী-সংলগ্ন এলাকা, বিশেষ করে হাওড় ও নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, “শহরের চারপাশের সব বাঁধ আমরা নজরদারিতে রেখেছি। পূর্ব ভাদৈসহ দুটি এলাকায় বাঁধের কিছু অংশ ধসে গেছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছি।”
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজন হলে ব্যবহারের জন্য প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
এলাকাবাসীরা দ্রুত বাঁধ মেরামত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যেন বন্যার মতো দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়।