
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেই সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “স্যারের ঘোষণার সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা এর বাইরে কোনো সিদ্ধান্ত নেবো না। ক্ষমতা জনগণের হাতে রয়েছে, জনগণ নির্বাচনের দিকে মনোযোগ দিলে কেউ বাঁধা দিতে পারবে না।”
আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “চাঁদাবাজ বা অবৈধ কার্যকলাপে লিপ্ত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বাজার পরিস্থিতি নিয়ে বলেন, “বৃষ্টির কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, তাই দাম সামান্য বেড়েছে। তবে আলুর যথেষ্ট মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সময় মধ্যস্বত্বভোগীরা বেশি মুনাফা করছে, যা কমাতে হবে। কৃষকরা যেন সঠিক দাম পান, এটাই আমাদের লক্ষ্য।”
জাহাঙ্গীর আলম চৌধুরী পলিথিন ব্যবহারের বিরূপ প্রভাবও তুলে ধরেন। তিনি বলেন, “পলিথিন মাটি নষ্ট করছে এবং পানি আটকে রাখছে। এর কোনো উপকারিতা নেই। একসময় আমাদের পাটের ব্যাগের চাহিদা বেশি ছিল। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন।”
এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান।