জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস নীলফামারী।

মোঃ জামিয়ার রহমান,
জেলা প্রতিনিধি নীলফামারীর।

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস নীলফামারী।

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বি’ক্ষো’ভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফতে মজলিস।

আজ শুক্রবার বিকাল ৩.০০টায় ডিমলা বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা খেলাফতর মজলিস আমীর নীলফামারী -১ ডোমার ও ডিমলা আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী।

এ সময় সভাপত্বিত করেন ডিমলা উপজেলা আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক
বিষেস অতিথি। সাধারন সমপাদক সারোযার আলম (বাবু)
এ সময় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ট, ফ্যা’সি’স্ট সরকারের সকল জু’লু’ম নি’র্যা’তন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বি’চার এবং সৈরা’চা’রের দোশর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষি*দ্ধের দাবী জানান।

সমাবেশ শেষে নীলফামারী দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি নীলফামারী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  গিয়ে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *