
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। স্থানীয় সময় রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “স্বৈরাচারী খামেনিকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— যদি ইসরায়েলের নিরাপত্তায় হুমকি অব্যাহত থাকে, তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। এইবার আপনার ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়বে।”
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে এই মন্তব্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-র খবরে উঠে এসেছে। তবে এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই উত্তেজনায় যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে এবং তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ১২ দিন পর, ২৪ জুন মার্কিন মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।