খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, ব্যাংক হিসাব জব্দ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, ব্যাংক হিসাব জব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে ও নিজেকে তাঁর লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় মোতাল্লেস হোসেন এবং তাঁর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের আদেশ অনুযায়ী এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে।

সিআইডির তদন্তে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও নথি বিশ্লেষণে জানা গেছে, মোতাল্লেস হোসেন এবং তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এ টাকার উৎস ও প্রকৃতি যাচাই করতে তাঁর মালিকানাধীন স্থাবর সম্পত্তি এবং আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় সিআইডি।

সংস্থাটি আরও জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *