খালেদা জিয়া দেশ ছাড়েননি, অথচ শেখ হাসিনাকে পালাতে হয়েছে: বরকত উল্লাহ বুলু

খালেদা জিয়া দেশ ছাড়েননি, অথচ শেখ হাসিনাকে পালাতে হয়েছে: বরকত উল্লাহ বুলু

যারা দুঃসময়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দলে রাখেননি। বরং তিনি ‘ভাড়াটিয়া আওয়ামী লীগ, ব্যবসায়ী ও হাইব্রিড’ নেতা তৈরি করেছেন, যারা লুটপাট করতে গিয়েছেন এবং এখন তার সঙ্গেই পালিয়েছেন। ফলে মাঠে পড়ে আছেন নিরীহ নেতাকর্মীরা, যারা মার ও নির্যাতনের শিকার হচ্ছেন। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি যদি ভাড়াটিয়া দিয়ে দল গঠন করে, তাহলে তাদেরও একই পরিণতি হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বিএনপি তাদেরকেই আসন্ন নির্বাচনে মনোনয়ন দেবে। কিছু রাজনৈতিক দল ‘পিআর’ নামে একটি পদ্ধতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না এবং এটি দিয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশেও ‘পিআর’ পদ্ধতি অচল।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে সময়সীমা দিয়েছে, আমরা আশা করি সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠিত হবে।

বুলু বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা জাতীয় পার্টির অধীনে নির্বাচন বর্জন করলেও পরবর্তীতে তিনিই নির্বাচনে অংশ নেন। তিনি বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে বলেন, বহুবার চাপ দেওয়া সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি, অথচ আজ শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে।

সম্মেলন শেষে বরকত উল্লাহ বুলু চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *