৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকায় ৩০ কেজি চাল, আগস্টে শুরু খাদ্যবান্ধব কর্মসূচি

৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকায় ৩০ কেজি চাল, আগস্টে শুরু খাদ্যবান্ধব কর্মসূচি

আগামী আগস্ট থেকে দেশব্যাপী ছয় মাসের জন্য পুনরায় চালু হতে যাচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি জানান, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে চলবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে কর্মসূচি সাময়িক স্থগিত থাকবে। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আবার চালু করা হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে খাদ্য মজুত সন্তোষজনক থাকলেও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা ও সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি জানান, সরকার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় এফপিএমসি কমিটির সভাপতি অর্থ ও বিজ্ঞান উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *