সেনাবাহিনীর অভিযানে কেরানীগঞ্জে অবৈধ মদ কারখানা উন্মোচিত, বিদেশি নাগরিক আটক

সেনাবাহিনীর অভিযানে কেরানীগঞ্জে অবৈধ মদ কারখানা উন্মোচিত, বিদেশি নাগরিক আটক

আজ ভোররাতে প্রায় ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর সায়েন্সল্যাব আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি গোপন অভিযানে কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকায় অবস্থিত একটি অবৈধ মদ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ৯ হাজার লিটার মাদকসহ মদ প্রস্তুতের নানা সরঞ্জাম জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে “মিস্টার লু” নামের এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যিনি সরাসরি অবৈধ মদ উৎপাদনে জড়িত ছিলেন। জানা যায়, অভিযুক্তরা একটি লাইটার প্রস্তুতকারী কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮,৪০০ লিটার অপরিশোধিত মদ, ২২০ লিটার বোতলজাত ফার্মেন্টেড মদ, বিভিন্ন রাসায়নিক উপাদান এবং মদ তৈরির যন্ত্রপাতি। অভিযান শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটক বিদেশি নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী মাদকবিরোধী লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *