
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তার বিবাদপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে।
নোটিশে বলা হয়েছে, ফজলুর রহমানের বক্তব্যে জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার মন্তব্যে ধর্মীয় অনুভূতিতেও আঘাত এসেছে বলে মনে করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এক অনুষ্ঠানে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া সবাইকে জামায়াত শিবির হিসেবে উল্লেখ করেছিলেন। এই মন্তব্যের পর কেন্দ্রীয় দপ্তর এই ব্যবস্থা গ্রহণ করেছে।