বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন আজ। ১৮৯৯ সালের এই দিনে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শুধু একজন কবি ছিলেন না—ছিলেন একাধারে সাহিত্যিক, গীতিকার, সুরকার, সাংবাদিক ও সৈনিক।
নজরুলের লেখনী মূলত বিদ্রোহ, সাম্য, মানবতা ও স্বাধীনতার বার্তা বহন করে। তিনি ছিলেন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তার কবিতা ও গান একদিকে যেমন সাহস জুগিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের, অন্যদিকে সমাজে বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষার হাতিয়ার হয়েছে।
“বিদ্রোহী” কবিতার মাধ্যমে নজরুল বাংলা সাহিত্যে যে বিপ্লব এনেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবতার জয়গানই ছিল তার দর্শন।
বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার ধারায় নজরুল এক অনন্য সংযোজন। তার জীবন ছিল সংগ্রামের, কিন্তু সেই সংগ্রাম ছিল মানুষের জন্য, সাম্যের জন্য, ভালোবাসার জন্য।
জাতীয় কবির জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এক এমন মানুষকে, যিনি শব্দে, সুরে ও সাহসে যুগে যুগে জাগিয়ে তুলেছেন মানুষের বিবেক।