
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে দেওয়া কারণ দর্শানোর নোটিশ থেকে অব্যাহতি দিয়েছে দলের পাঁচ নেতাকে। শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল।
পরে তারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে জবাব প্রদান করেন। শোকজের জবাব বিশ্লেষণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ না পাওয়ায় এসব নোটিশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজার যাওয়ায় ওই পাঁচ নেতাকে নোটিশ দেওয়া হয়েছিল। পরে একটি গুজব ছড়িয়ে পড়ে যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি গুজব প্রমাণিত হয়।