
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটির বার্গী লেইক ভ্যালী থেকে শুভলং ঝর্ণা ও বাজার হয়ে স্টেডিয়াম ঘাট পর্যন্ত কাপ্তাই লেকে স্পিডবোটে ভ্রমণ করেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এই লেকের সঠিক ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে মৎস্যচাষকে কেন্দ্র করে তীরবর্তী মানুষের জীবিকা নিশ্চিত করা যেতে পারে।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “কাপ্তাই লেক আমাদের কাছে স্বর্ণের মতো মূল্যবান। অতীতের ক্ষতি ভুলে এখন এই লেককে ব্যবহার করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
তিনি পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “সরকার এখন পার্বত্য এলাকায় সকল উন্নয়ন সুযোগ উন্মুক্ত করেছে। পাহাড়ি জনগণ কৃষি উন্নয়নে পিছিয়ে থাকলেও, তারা এখন দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে আগ্রহী।”
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।